বিদ্যালয়ের সকলক ছাত্রীদের অবগতির জন্য জাননো যাচ্ছে যে, আগামী ১৫ আগষ্ট বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকায় একটি শোকসভা , আলোচনা সভা , চিত্রাঙ্কন প্রতিযোগিতা , রচনা প্রতিযোগিতা , উপস্থিত বক্তৃতা , কবিতা আবৃত্তি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্টিত হবে। প্রতি আইটেমে সিনিয়র ও জুনিয়র গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জ্ন কারীদের সুন্দর পুরস্কার দেওয়া হবে ।

 

ক-গ্রুপ- ৬ষ্ট হতে ৮ম শ্রেণী্

খ-গ্রুপ-৯ম হতে ১০ম শ্রেণী

চিত্রাঙ্কন

ক- গ্রুপ- ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ

খ-গ্রুপ- শোকাবহ ১৫ আগষ্ট

রচনা প্রতিযোগিতা

ক-গ্রুপ- বঙ্গবন্ধু ও বাংলাদেশ

খ-গ্রুপ- বঙ্গবন্ধুর রাজনীতি ও বাংলাদেশের স্বাধীনতা

কবিতা আবৃত্তি- স্ব-স্ব শ্রেণীর পাঠ্যবই হতে।

Top