প্রতিষ্ঠানের ইতিহাসঃ
১৯৮৫ সালে প্রথম একটি ছোট কিন্ডার গার্টেন থেকে অগ্রযাত্রা শুরু করে এই খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্স।যারা অবদান রেখেছেন তাদের মধ্যে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব , দেশ বিদেশে যার সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ব্যবসয়িক সফলতায় ১২ বার স্বর্ণপদক প্রাপ্য সেই মহানব্যক্তি সৎ,দক্ষ ও কঠোর পরিশ্রমি ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি জনাব খলিলুর রহমান। আর তারই উত্তরসুরী হিসেবে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও বাস্তব সম্মত দক্ষতার সহিত অত্র প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন যিনি নারী শিক্ষার সুদুর প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি হলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি জনাব জালাল উদ্দিন আহমদ।সামান্য এক কুঁড়ে ঘর থেকে খলিলুর রহমান শিশুনিকেতন (১৯৮৫), খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৮৬) এবং খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ (১৯৯৫) থেকে আজ খলিলুর রহমান বিশ্ববিদ্যালয়ে রুপ নিতে যাচ্ছে।পটিয়া বেসরকারী স্কুল এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় । বর্তমানে খলিলুর রহমান বালিকা উচ্চ দুই শিফটে বিভক্ত। মর্নিং ও ডে শিফট। মর্ণিং শিফট এ ছাত্রী সংখ্যা ১১২৯ এবং ডে শিফট এ ছাত্রী সংখ্যা ১০০১। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকগণ এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করেন। এই শিক্ষা কমপ্লেক্স আগামীতে মডেল হিসেবে সুপরিচিতি লাভ করবে। যারা এই কমপ্লেক্স তৈরীতে এবং আর্থিকভাবে সহায়তা ও সার্বিকভাবে সহযোগীতা করেছেন তাদের সকলের দীর্ঘজীবন ,সুস্থ,সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
Top