এতদ্বারা বিদ্যালয়ের সকলক ছাত্রীদের অবগতির জন্য জাননো যাচ্ছে যে,মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি ২য় পর্যা্য় প্রকল্পের আওতাধীন শিক্ষার্থীদের জুলাই ২০১৭ থেকে অর্থ্ বিতরমের জন্য ডাচবাংলা মোবাইল ব্যাংকিং এর পরিবর্তে বিকাশ A/C এর মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরন করা হবে। এই প্রকল্পের আত্ততাধীন শিক্ষার্থীরা হল ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী এবং ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার্থী। ছাত্রীদেরকে বিকাশ একাউন্ট খোলার জন্য আগামি ১১-৮-২০১৮ইং হতে ১২-৮-১৮ যথাক্রমে শনিবার ও রবিবার বিদ্যালয়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে ।
উপস্থিতকালীন সময় বিকাশ একাউন্ট খোলার জন্য শিক্ষার্থীদের সঙ্গে যা নিয়ে আসতে হবে ঃ-
১. ১টি মোবাইল সেট।
২. পিতা / মাতার নামে রেজিষ্টেশন কৃত সিম যে নম্বরে পূর্বে বিকাশ একাউন্ট খোলা হয় নাই ।
৩. শিক্ষার্থীর ১ কপি পাসপোর্ট্ সাইজ ছবি।
৪. শিক্ষার্থীর পিতা / মাতার জাতীয় পরিচয় পত্রের রঙিন ফটোকপি । ( যদি মাতার ID Card হয় তবে প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে )
অত্রএব সকল প্রকল্পভুক্ত ছাত্রীদেরকে উক্ত কাগজপত্র আনার বিশেষ ভাবে নির্দেশ দেয়া গেল ।