বার্ষিক ক্রীডা প্রতিযোগিতা ২০১৭
এতদবারা সম্মানিত সকল শিক্ষকদের অবগতির জন্য জানানো যাছেছ যে, আগামী ৩০/০১/২০১৭ ইং রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীডা প্রতিযোগিতা অনুষ্টিত হবে ।উক্ত সূচারু রুপে সম্পন্ন করার লক্ষেয় নিম্ম লিখিত ভাবে দায়িতব অর্পন করা হল।বার্ষিক ক্রীডা প্রতিযোগিতা শুরু সকাল ১০.০০টা।