Print this page

এতদ্বারা বিদ্যালয়ের সকলক ছাত্রীদের অবগতির জন্য জাননো যাচ্ছে যে,মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি ২য় পর্যা্য় প্রকল্পের আওতাধীন শিক্ষার্থীদের জুলাই ২০১৭ থেকে অর্থ্ বিতরমের জন্য ডাচবাংলা মোবাইল ব্যাংকিং এর পরিবর্তে বিকাশ A/C এর মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরন করা হবে। এই প্রকল্পের আত্ততাধীন শিক্ষার্থীরা হল ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী এবং ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার্থী। ছাত্রীদেরকে বিকাশ একাউন্ট খোলার জন্য আগামি ১১-৮-২০১৮ইং হতে ১২-৮-১৮ যথাক্রমে শনিবার ও রবিবার বিদ্যালয়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে ।

উপস্থিতকালীন সময় বিকাশ একাউন্ট খোলার জন্য শিক্ষার্থীদের সঙ্গে যা নিয়ে আসতে হবে ঃ-

১. ১টি মোবাইল সেট।

২. পিতা / মাতার নামে রেজিষ্টেশন কৃত সিম যে নম্বরে পূর্বে বিকাশ একাউন্ট খোলা হয় নাই ।

৩. শিক্ষার্থীর ১ কপি পাসপোর্ট্ সাইজ ছবি।

৪. শিক্ষার্থীর পিতা / মাতার জাতীয় পরিচয় পত্রের রঙিন ফটোকপি । ( যদি মাতার ID Card হয় তবে প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে )

 

অত্রএব সকল প্রকল্পভুক্ত ছাত্রীদেরকে উক্ত কাগজপত্র আনার বিশেষ ভাবে নির্দেশ দেয়া গেল ।